সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তোলা ভয়ংকর প্রতারক আশরাফুজ্জামান ওরফে মিনহাজ উদ্দিনের স্ত্রী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাতকে ওএসডি করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) জিনিয়াকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সম্প্রতি জিনিয়া ও তার স্বামী মিনহাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতিসহ নানা অভিযোগ জমা পড়ে দুদকে।
মাঝে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় মিনহাজের বড় বড় পদ দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক রাজনীতিবিদের সঙ্গে ফোনালাপ। যা নিয়ে আলোচনা শুরু হলে গত ২৭ মার্চ মিনহাজকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার ওএসডি করা হলো তার স্ত্রী জিনিয়াকে।
ক্ষমতার অপব্যবহার করে মিনহাজ ও তার স্ত্রী জিনিয়ার নানা অনিয়ম, দুর্নীতি, মামলা বাণিজ্য, হয়রানি, অবৈধ সম্পদ অর্জন ও পাচারের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করা হয়েছে। এসব অপরাধ করতে আমলা, পুলিশ, রাজনীতিবিদ ও বিচার বিভাগকে ব্যবহারের বিষয়েও অভিযোগে তুলে ধরা হয়।


