বিএনপি কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে আশুলিয়ার গুমাইল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ইয়ারপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই-আল-হাদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন সরকারের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
এসময় আরো উপস্থিত ছিলেন, থানা বিএনপি নেতা শরীফুল আলম, যুবদল নেতা মো: কিসমত সরকার, জাহিদ হাসান বিকাশ, আপেল মাহমুদ হান্নান, স্বেচ্ছাসেবক দল নেতা মো: আফজাল হোসেন মন্ডল ও যুবদল নেতা মো: হুমায়ুন কবির, ছাত্রদল নেতা নূরুল ইসলাম পহলান ও মজিদ পহলান সহ আরো অনেকে।


