ইরানের দক্ষিণাঞ্চলের শাহিদ রাজায়ী বন্দরে এক ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। আহত হয়েছেন আরও ৭৫০ জনের বেশি মানুষ। বিস্ফোরণের উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে রকেট তৈরিতে ব্যবহৃত একটি রাসায়নিক উপাদানকে।
শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় গভীর রাতে রাজধানী তেহরান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরের এ বন্দরে ঘটে বিস্ফোরণটি। ভয়াবহ শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা, ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুন্ডলি ও আগুনের শিখা। আগুন নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টার ও দমকল বিমানের সহায়তায় পানি ছিটিয়ে অভিযান চালায় কর্তৃপক্ষ।
ঘটনার পরপরই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।
সংবেদনশীল এই ঘটনার পর বন্দর এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখনও পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। ঘটনাটি শুধু ইরান নয়, আন্তর্জাতিক পর্যায়ে রসায়ন উপাদান নিরাপত্তা ও বন্দর ব্যবস্থাপনা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।


