ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সোমবার এক বিবৃতিতে বলেছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
এক বিবৃতিতে সোমবার (৯ ফেব্রুয়ারি) হামাসের কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এ কথা জানান। হামাসের এ ঘোষণার পরই ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে পাল্টা হুমকি দিয়েছেন।খবর জেরুজালেম পোস্টের।
তিনি বলেছেন, যদি ১৫ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে হামাসের হাতে আটক সব জিম্মি মুক্তি না পায়, তবে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত। সোমবার (১০ ফেব্রুয়ারি) হামাসকে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।
ট্রাম্প বলেন, যদি সব ইসরায়েলি জিম্মি আগামী শনিবার দুপুর ১২টার মধ্যে মুক্তি না পায়, তবে আমি বলব যুদ্ধবিরতি বাতিল করা উচিত। সবকিছু ধ্বংস হয়ে যাক, তবুও ইসরায়েলের উচিত এটি অগ্রাহ্য করা। তবে এটি ইসরায়েলের বিষয়।
তিনি বলেন, এটি বাতিল করা উচিত এবং সব কিছু অস্বীকার করা উচিত। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন হামাস সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে, ইসরায়েল চুক্তি ভঙ্গ করায় তারা ১৫ ফেব্রুয়ারি জিম্মি মুক্তি স্থগিত করেছে।
এই ঘোষণার পর, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং নিরাপত্তা মন্ত্রিসভা মঙ্গলবার সকালে বসেছে।
হামাসের কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, গত তিন সপ্তাহ ধরে প্রতিরোধ বাহিনীর নেতারা ইসরায়েলের চুক্তি লঙ্ঘন অনুসরণ করেছেন।


