সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার ও নিয়মিত মামলার আসামি গ্রেফতারের লক্ষ্যে ব্লক রেইড, চেকপোস্ট ও যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করেছে এসএমপি পুলিশ।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। কোতোয়ালী থানাধীন জিন্দা বাজার এলাকার বিভিন্ন হোটেলে, বন্দর বাজার এলাকার বিভিন্ন হোটেল, দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ন রশিদ চত্বর, কদমতলী এলাকার বিভিন্ন হোটেল, খোজার খোলা ও লাউয়াই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সজীব খানসহ এসএমপি‘র অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
এ বিষয়ে এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এসএমপির আওতাধীন থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর বিভিন্ন মোড়ে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও গুরুত্বপূর্ণ মামলার আসামী গ্রেফতারেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে এসএমপি পুলিশ।


