নন্দী টিভি ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের গুরুত্বপূর্ণ অধিদপ্তর কারা অধিদপ্তরের ১১ ডেপুটি জেলারকে বদলি করা হয়েছে।
বুধবার কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালের স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন: ঢাকা কেন্দ্রীয় কারাগার,কেরানীগঞ্জ এর ডেপুটি জেলার জান্নাতুল ফেরদৌসকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বদলি করা হয়েছে, একই কারাগারের ডেপুটি জেলার আবু ইউসুফকে দিনাজপুর জেলা কারাগারে বদলি করা হয়েছে।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের( কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বদলির আদেশপ্রাপ্ত) ডেপুটি জেলার মোহা: বিলাল উদ্দীনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার শাহনাজ বেগমকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার, খাগড়াছড়ি জেলা কারাগারের ডেপুটি জেলার মো: তোফায়েল আহম্মেদ খানকে মাদারীপুর জেলা কারাগার,ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের ডেপুটি জেলার সজীব কুমার সাহাকে গাজীপুর জেলা কারাগার, ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের ডেপুটি জেলার মো: নাসির উদ্দীনকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২, সিলেট কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ( কারা প্রশিক্ষণ কেন্দ্র,রাজশাহীতে সিনিয়র প্রশিক্ষক হিসেবে নিযুক্ত) মনির হোসনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ),রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ( কারা প্রশিক্ষণ কেন্দ্রে সিনিয়র প্রশিক্ষক হিসেবে নিযুক্ত) মোসা:মোতাহারা খাতুনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার( কেরানীগঞ্জ),বগুড়া জেলা কারাগারের ডেপুটি জেলার জান্নাতুল রাকিবাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার,দিনাজপুর জেলা কারাগারের মহিলা ডেপুটি জেলার রোখসানা ইয়াসমিনকে বগুড়া জেলা কারাগার ও পিরোজপুর জেলা কারাগার(প্রেষণে বিভাগীয় সদর দপ্তর, সিলেট বিভাগ) এর ডেপুটি জেলার মো: মনিরুল হাসানকে পিরোজপুর জেলা কারাগার প্রেষণে সিলেট কেন্দ্রীয় কারাগার- ২ এ বদলি করা হয়েছে।
আদেশে আরো বলা হয়েছে কারা অধিদপ্তরের পত্র নং-৫৮.০৪.০০০০.০২৪.০১.০০১.২৪-১৭০৭ তারিখ ১০-১২-২০২৪খ্রি: মুলে ক্রমিক নং-৩ এ উল্লেখিত ডেপুটি জেলারের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর বদলির আদেশ বাতিল করা হলো।আরো বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
শনিবার, অক্টোবর ২৫
Trending
- চীনের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনা
- হটস্পট রাখাইনে ফ্রোজেন কনফ্লিক্ট : ঝুঁকির কারণ ও বাস্তবতা
- উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা
- ফিরোজার উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া
- ‘ফিরোজা’ ঘিরে কড়া নিরাপত্তা, আছেন সেনাসদস্যরাও
- অনেক মিডিয়া সাংবাদিকদের ঠিকমতো বেতন দেয় না : গয়েশ্বর
- ব্রাহ্মণবাড়িয়ায় টাকা ভাংতি নিয়ে বিরোধ, একজনকে কুপিয়ে হত্যা
- দেশে ফিরবেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স


