ফিলিস্তিনের গাজায় ইজরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে সারা বিশ্বের মুসলামানের পাশপাশি পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ পটুয়াখালী সার্কিট হাউজ মোড়ে জড়ো হতে শুরু করে। এ সময় মিছিল পূর্বৎ এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সাইদ। পরে সেখান থেকে বিক্ষো মিছিলটি পটুয়াখালী ফোর লেন সড়ক ধরে শহরের চৌরাস্তায় গিয়ে শেষ। মিছিল শেষে সকলের অংশগ্রহণে এক বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের।
দোয়া মোনাজাতে ফিলিস্তিন মুসলমানদের শান্তি ও মাসলিম উম্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়।


