রাজধানীর দক্ষিণখান এলাকায় শারফিন হোসেন সোহেল নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আহম্মেদ (২৭)। তিনি হত্যা মামলাটির মূল আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
ডিস ও ময়লা অপসারণের ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার রাতে গাজীপুরের কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আহম্মেদকে গ্রেফতার করা হয়। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।
দক্ষিণখান থানা সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর শাফিন হোসেন সোহেলের মা হাকিমুন নাহার বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ২৭ অক্টোবর সন্ধ্যার দিকে গ্রেফতারকৃত আহম্মেদসহ কয়েকজন দক্ষিণখানের চালাবন মৌশাইর এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে শাফিন হোসেন সোহেলকে চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পায়ের কব্জিসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে গত ২৮ অক্টোবর শাফিন হোসেন সোহেল মারা যান। ডিস ও ময়লা অপসারণের ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার পর থেকে মূল আসামি আহম্মেদ পলাতক ছিলেন। সোমবার রাতে গাজীপুরের কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হত্যার নেপথ্যের কারণপুলিশ বলছে, সোহেল হত্যা মামলার মূল আসামি গ্রেফতার আহম্মেদ। সহযোগীদের গ্রেফতার করা হলেও তিনি গত চার মাস ধরে গাজীপুরের কাশিমপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। ডিস ও ময়লা অপসারণের ব্যবসাকে কেন্দ্র করে তাদের সঙ্গে সোহেলের আগে থেকে বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই পূর্ব পরিকল্পিতভাবে সোহেলকে চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। গ্রেফতার আহম্মেদকে আদালতে পাঠানো হয়েছে।


