চাঁদপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিকুল ইসলামকে (বীর উত্তম) দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাঁদপুর কার্যালয়ে তলব করার পরও হাজির হননি।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর কার্যালয়ে হাজির হয়ে আনিত অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য তাকে চিঠি দেওয়া হয়। তবে তিনি সশরীরে উপস্থিত না হয়ে ডাকযোগে তার বক্তব্যের চিঠি পাঠান।
গত ১৪ জানুয়ারি দুদক চাঁদপুরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, রফিকুল ইসলামের (বীর উত্তম) বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাস্তা নির্মাণ ও নদী খননের অর্থ আত্মসাৎ, সীমাহীন দুর্নীতির মাধ্যমে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, বিদেশে টাকা পাচারসহ নামে বেনামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
দুদক চাঁদপুর কার্যালয়ের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, গত ২ ফেব্রুয়ারি সশরীরে কার্যালয়ে এসে চাঁদপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য মেজর রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য চাঁদপুর কার্যকলয়ে হাজির হওয়ার জন্য বলা হয় কিন্তু তিনি হাজির না হয়ে ডাকযোগে আমাদের কাছে চিঠি পাঠান। মেজর রফিকুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান চলমান আছে। আমরা দুদক আইন ও বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহন করা হবে।


