রাজধানীর ধানমন্ডি এলাকায় র্যাব পরিচয়ে ডাকাতি মামলায় আতিকুর রহমান ওরফে আতিক (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-২।
সোমবার (২১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।
তারা জানান, রোববার (২০ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ ভোর রাতে তিনটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার যোগে গ্রেফতারকৃতসহ অজ্ঞাত ১০/১২ জন ধানমন্ডি এলাকায় একটি বাড়ির গেইট খুলে ডাকাতি করেন। এসময় তারা সেই বাসা ও অফিস থেকে ৩৬ লাখ ৯৫ হাজার ১০০ টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার লুট করেন, যার মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। সেই ঘটনায় পরে ধানমন্ডি থানায় একটি মামলা হয়। সেই মামলায় আতিকুর রহমান ওরফে আতিককে রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আতিকুর নিজেকে দীর্ঘদীন ধরে নিজেকে ডিজিএফআই এর সদস্য বলে পরিচয় দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


