নন্দী টিভি ডেস্ক: দিল্লি নির্বাচনের বাকি আর পাঁচদিন। আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের আগে পদত্যাগ করেছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি) সাত বিধায়ক। তাদের কাউকেই নির্বাচনে লড়তে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়নি।
শুক্রবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী, আম আদমি পার্টির বিধায়ক বিএস জুন (বিজবাসন) প্রথম তার পদত্যাগের কাগজপত্র জমা দেন। বাকি যেসব বিধায়ক পদত্যাগ করেছেন তারা হলেন— নরেশ যাদব (মেহরৌলি), রোহিত কুমার (ত্রিলোকপুরী), রাজেশ ঋষি (জনকপুরী), মদন লাল (কস্তুরবা নগর), পবন শর্মা (আদর্শ নগর) এবং ভাবনা গৌড় (পালাম)।
পালামের ভাবনা গৌড় তার পদত্যাগপত্রে দলের প্রধান অরবিন্দ কেজরিওয়ালের প্রতি হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমি আপনার ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছি।’
নরেশ যাদব গত ১০ বছর ধরে দক্ষিণ দিল্লির মেহরৌলি কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন। তিনি গত ডিসেম্বরে কোরআন অবমাননা মামলায় পাঞ্জাবের একটি আদালত দোষী সাব্যস্ত হন এবং দুই বছরের কারাদণ্ডের শাস্তি পান।
সম্প্রতি দিল্লি নির্বাচনের জন্য এএপি প্রার্থীদের পঞ্চম তালিকা প্রকাশ করে, যেখানে নরেশ যাদবের পরিবর্তে মহেন্দার চৌধুরীকে মেহরৌলির প্রার্থী হিসাবে ঘোষণা করে।
নরেশ যাদব তার পদত্যাগপত্রে বলেন, যে এএপি তার মূলনীতি ‘সৎ রাজনীতি’ ত্যাগ করেছে।


