নন্দী টিভি ডেস্ক:পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ-আসিফজুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র-জনতার উদ্যোগে দেশে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ফেব্রুয়ারি ১৫ তারিখের মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। নাহিদ ইসলাম হতে যাচ্ছেন দলের সদস্যসচিব, যিনি অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে জনতার মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে গঠিত এই দলটি গণতান্ত্রিক মূল্যবোধ, মধ্যপন্থি রাজনীতি, এবং তৃণমূল পর্যায়ের নেতাদের নেতৃত্বে আসার সুযোগ নিশ্চিত করতে চায়।
নতুন দল গঠনের আগে ২৪ দফার ইশতেহার প্রণয়ন এবং সংগঠন শক্তিশালী করতে রংপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চের পরিকল্পনা করা হয়েছে। ইতোমধ্যে ১০০ থানা, ২৩৫ উপজেলা এবং সাতটি উইং কমিটি গঠনের পাশাপাশি প্রায় ৩০টি সেল কার্যক্রম চালাচ্ছে। এসব সেলের মধ্যে রয়েছে আইন, শ্রমিক, তথ্য ও যোগাযোগ, এবং শহীদ ও আহত কল্যাণ সেল। দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও এই উদ্যোগে যুক্ত হচ্ছেন।
নতুন দলের গঠনতন্ত্র নিয়ে তুরস্কের একে পার্টি, পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ, এবং ইন্দোনেশিয়ার আন্না হাদা পার্টির মডেল পর্যালোচনা করা হচ্ছে। দলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন, ন্যায্য পররাষ্ট্রনীতি এবং রাজনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। আয়োজকরা মনে করছেন, এ দলটি তরুণ সমাজ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখবে এবং ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়ে মানবিক ও কল্যাণকামী রাষ্ট্র গঠনে অগ্রণী হবে।


