বাংলাদেশে প্রায় ৫ হাজার কোটি রুপির রেলওয়ে সংযোগ প্রকল্পের অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত। এর মাধ্যমে রেলপথের মাধ্যমে বাংলাদেশ হয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে (সেভেন সিস্টার্স) যুক্ত করার পরিকল্পনা বড় ধরনের ধাক্কা খেল।
রোববার (২০ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস লাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় পাঁচ হাজার কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিতের মাধ্যমে তিনটি চলমান প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। আরও পাঁচটি প্রকল্পের সমীক্ষার কাজও স্থগিত করা হয়েছে। এই প্রকল্পগুলো বাংলাদেশ অতিক্রমকারী রুটের মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করার পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি করবে।
প্রতিবেদনে ভারত সরকারের এই সিদ্ধান্তের কারণ হিসেবে ‘শ্রমিকদের নিরাপত্তা’ এবং ‘রাজনৈতিক অস্থিতিশীলতা’র কথা উল্লেখ করা হয়েছে। একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়েছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, ভারত তাদের নিজস্ব রেল নেটওয়ার্ক শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশকে বাদ দিয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করার কথা বিবেচনা করছে।
বিজনেস লাইনকে একটি সূত্র জানিয়েছে, নেপাল ও ভুটানের মাধ্যমে এই সংযোগ স্থাপনে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার কোটি রুপি খরচ হতে পারে বলে নয়াদিল্লি ধারণা করছে।

