বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা আলহাজ্ব খলিলুর রহমান(৭৮) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে চাঁদপাশা হাইস্কুল ও কলেজ মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে বরিশাল সেনা নিবাসের লেফটেন্যান্ট জিসান উদ্দিন এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার (সশস্ত্র সালাম) প্রদান করেন। পরে এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুন সুর বাজানো হয় এবং ১ মিনিট নিরবতা পালন করা হয় ।
বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জানাজা নামাজের ইমামতি করেন জৈনপুরী পীর সাহেব ওমর ছোহাইন সিদ্দিকী।
জানাজা নামাজে উপস্থিত হয়ে শোকাভিভূত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বরিশাল পাওয়ার গ্রীড’র নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান পলাশ, দক্ষিন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম ফকির, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, চাঁদপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার করিম হাওলাদারসহ বাবুগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা আলহাজ্ব খলিলুর রহমান ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তার স্ত্রীকে চিকিৎসার জন্য ভর্তি করেন। মঙ্গলবার তার স্ত্রী সুস্থ হলে হাসপাতাল কতৃপক্ষ রিলিজ দেন। এমতাবস্থায় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে শ্বাসকষ্ট জনিত কারনে চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।


