আজ শুক্রবার সকালেই ক্রিকেটাঙ্গণে আলোড়ন তোলে তামিম ইকবালের হঠাৎ সংবাদ সম্মেলনের বিষয়টি। সকাল ১১টার দিকে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ-শরিফুল ইসলামসহ আরও অনেক ক্রিকেটারই হাজির হয়েছিলেন। ক্রিকেটাররা নিজেরা আলোচনার পর বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে।
ধারণা করা হয়েছিল, তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়েই আজ বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করবেন ক্রিকেটাররা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তামিমও জানিয়েছেন, এ বিষয় নিয়েই কথা বলেছেন তারা। এছাড়া আরও কিছু বিষয় নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করেছেন ক্রিকেটাররা।
তাওহিদ হৃদয়কে আবার শাস্তি দেওয়ার বিষয়টি হাস্যকর জানিয়ে তামিম বলেন, ‘তাওহিদ হৃদয়ের শাস্তি হয়ে গেছে। কিন্তু আমরা শুনেছি কাল তাকে আবার এক ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছে। এটা কোন নিয়মে আমাদের জানা নেই। এটা হাস্যকর। বিসিবি তাকে খেলতে দিয়েছে, আবার কিভাবে শাস্তি দেয়!’
তামিম আরও বলেন, ‘তার যে শাস্তিটা ছিল, সেটা কিন্তু সে ভোগ করেছে। এখন দুটি ম্যাচ খেলার পর কাল শুনলাম, তাকে আবার বহিষ্কার করেছে। এটা কোন আইনে, কীভাবে করেছে, এটা আমার জানা নেই। এটা খুবই হাস্যকর, কোনোভাবেই সে আবার বহিষ্কার হতে পারে না। যাকে বিসিবি দুই ম্যাচ খেলতে দিয়েছে, তাকে আবার কীভাবে বহিষ্কার করে?’
এছাড়া আরও কিছু বিষয় নিয়ে নিজেদের অসন্তোষের কথা বিসিবিকে জানিয়েছেন তামিমরা। কদিন আগেই শাইনপুকুর ও গুলশানের একটি ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠেছিল। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘কিছু দিন আগে গুলশান ও শাইনপুকুরের ম্যাচে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। আমরা স্পষ্টভাবে বোর্ডকে বলেছি, ওখানে যদি কোনো ধরনের দুর্নীতি হয়ে থাকে বা কোনো খেলোয়াড় দোষী হয়, সবাই চাই এর শাস্তি হোক। একশভাগ একমত। তার মানে এই অধিকার নেই দুটো ছেলেকে নিয়ে মিডিয়ার সামনে অভিনয় করাবেন। বিশ্বের কোনো অ্যান্টি করাপশন বা কোনো জায়গায় এই নিয়ম নেই। সেইম জিনিস অভিনয় করিয়ে ঐ দুই ছেলেকে মিডিয়ার সামনে বেইজ্জত করবেন। ক্রিকেটারদের প্রতি এটা অপমান। এটা নিয়ে আমরা এক ফোঁটাও খুশি ছিলাম না।’
এছাড়া বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ ওঠা ক্রিকেটারদের নাম প্রকাশ করার বিষয়ে তামিম বলেন, ‘বিপিএলেও একটা ঘটনা ঘটেছে। বিসিবির ভেতর থেকে ১০ জনের নাম ফাঁস হয়েছে। ১০ জনের ছবি দিয়েছে বিভিন্ন মিডিয়াতে। ওখান থেকে কেউ যদি দোষী হয় আমরা সব ক্রিকেটাররা চাই ওর শাস্তি হোক। কিন্তু এখান থেকে যদি ২ জন বা ৮ জন নির্দোষ হয়? এভাবে নাম প্রকাশ করা ক্রিকেটারদের অসম্মান। এই বিষয়গুলো নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম।’


