গবেষণা সংস্থা ব্লুমবার্গএনইএফ-এ ২০২৩ সালে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, ২০২৫ সালে বাংলাদেশে জ্বালানির সবচেয়ে কম দামি উৎস হতে যাচ্ছে সৌরশক্তি। বাংলাদেশে এখন সৌরশক্তি খাতে বিনিয়োগ বাড়ছে। তাই ভবিষ্যতে সবুজ জ্বালানি খাতে কয়েক হাজার নতুন চাকরি সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) গত বছর এক প্রতিবেদনে বলেছে, নবায়নযোগ্য জ্বালানি খাতে ২০৩০ সালের মধ্যে ১৩ হাজার ৮০০ চাকরি তৈরি হতে পারে।