টানা প্রায় চার মেয়াদ ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা নিজের পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের নামে একের পর এক প্রতিষ্ঠান গড়ে তোলেন। সরকারি অর্থে করা এসব প্রতিষ্ঠান থেকে ফ্যাসিস্ট সরকারের দোসরদের নাম মুছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত ৫৬টি সরকার প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ হাসিনার পরিবার, আওয়ামী লীগ নেতা ও তাদের সংশ্লিষ্টদের নাম মুছে ফেলা হয়েছে। দেওয়া হয়েছে এসব প্রতিষ্ঠানের নতুন নাম। বেশির ভাগ ক্ষেত্রে ব্যক্তির নাম বাদ দিয়ে স্থানীয় নামে নামকরণ করা হয়েছে এসব প্রতিষ্ঠানের।
২৯টি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রোববার (২ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ২৭টি স্কুলের নাম বদলে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সব মিলিয়ে দুই প্রজ্ঞাপনে ৫৬টি প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ হাসিনার পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের নাম মুছে ফেলা হলো।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩’ অনুযায়ী স্কুলগুলোর নাম পরিবর্তন করা হয়েছে।
রোববার জারি করা প্রজ্ঞাপনের তথ্য বলছে, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে লালডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার বেতাগা বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে বেতাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেরপুরের মুজিবনগর উপজেলার মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে ভবরপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলার লালমোহন উপজেলার চর কচ্ছপিয়া শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে দীপাঞ্চল সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার আলহাজ্জ নুরুন্নবী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে করা হয়েছে মধ্য রায়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার ফারজানা চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে দক্ষিণ সতানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার ফরজানা চৌধুরী রতনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে রমাগঞ্জ কিশালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার পূর্ব ফুলবাগিচা ফরজানা চৌধুরী (রত্না) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে পূর্ব ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলার তজিমুদ্দিন উপজেলার ফজিলাতুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে তজুমদ্দিন আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার গোলকপুর ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে গোলকপুর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে ধারণ গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহের ধোবাউরা উপজেলার শাককোনা হাসিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে মধ্য শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মাসকান্দা শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে পশ্চিম মাসকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রামের ডাবলমুরিং উপজেলা উত্তর লালখান বাজার শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে উত্তর লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রামের চান্দগাঁও উপজেলার বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দি বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে চান্দি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দীর্ঘভূমি বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে দীর্ঘভূমি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জের কোটালীপাড়ার ১৬২নং বঙ্গবন্ধু মাছপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ সদর উপজেলার ১৭৯নং শেখ ফজলুর হক মনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ সদর উপজেলার ২১৪নং বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে শিউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৭০নং বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে বকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওই উপজেলার ৪৯নং গিমডাঙ্গা মধ্যপাড়া শেখ ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে কদম সরকারি প্রাথমিক বিদ্যালয়


