বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে বিক্ষোভ সমাবেশ শেষে এক মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারি সেক্রেটারী হাসিবুল আলম লিটন, এস এম রাশেদুল আলম সবুজ, সদর উপজেলা আমীর ইমরান হোসেন ও শহর জামায়াতের আমীর আনোয়ার হোসেন।
বক্তারা বলেন, শেখ হাসিনার পতনের পর ফাঁসির আসামিসহ অনেকেই মুক্তি পেলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এখনও মুক্তি পাননি। মিথ্যা মামলায় তার মুক্তি না হওয়ায় দেশবাসী বিস্মিত ও হতবাক হয়েছে। তাই অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বতীকালীন সরকারের কাছে দাবি জানানো হয়।


