বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে পাঁচটি জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই জেলাগুলো হলো— বগুড়া, গোপালগঞ্জ, টাঙ্গাইল, বাগেরহাট এবং হবিগঞ্জ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বগুড়া জেলা শাখার ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং গোপালগঞ্জ, টাঙ্গাইল, বাগেরহাট ও হবিগঞ্জ জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।এই কমিটি গঠনের সিদ্ধান্ত অনুমোদন করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান।


