চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। সেখান থেকে তাওহীদ ও জাকেরের ব্যাটে দলীয় ১০০ পার করে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ৫ বল খেলে রানের খাতা খোলার আগেই মোহাম্মদ শামির বলে আউট হন ওপেনার সৌম্য সরকার।
তার বিদায়ের পর ক্রিজে এসেই ইনিংসের দ্বিতীয় ওভারে সাজঘরে ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২ বলে খেলে রানের খাতা খুলতে ব্যর্থ হন তিনি। এতে শুরুতেই চাপে পড়ে টাইগাররা।
এরপর মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন তানজিদ হাসান তামিম। তবে দলীয় ২৬ রানে ১০ বলে ৫ রান করে সাজঘরে ফিরে যান মিরাজ।
এরপর দলীয় ৩৫ রানে পর পর জোড়া উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তানজিদ তামিম ২৫ বলে ২৫ ও রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরে যান মুশফিকুর রহিম। পরে তাওহীদ হৃদয় ও জাকের ব্যাটে চাপ সামল দিয়ে ঘুড়ে দাড়ায় টাইগাররা।দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। তাদের ব্যাটে ২৯ ওভারে দলীয় শতরান পার করে টাইগাররা।


