বৃহস্পতিবার রাতে সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহবায়ক নূরুল আমিন মাষ্টার এবং সদস্য সচিব নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কার আদেশ দেয়া হয়। জাকির হোসেন উপজেলার শাহবাজপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী বলেন, কৃষি জমির মাটি কেটে বিক্রি করায় জাকির হোসেনকে জরিমানা করা হয়েছে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। যা দলের উর্ধ্বতন নেতৃবৃন্দের নজরে আসে। জাকিরের কর্মকান্ডে দলীয় সম্মান ক্ষুন্ন হয়েছে তাই তাকে বহিষ্কার করা হয়েছে। আগামীতে যদিও অন্য কেউ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রæয়ারি শাহবাজপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান অভিযান পরিচালনা করে। এসময় যুবদল নেতা জাকির হোসেনকে আটক করে এবং ১ লাখ টাকা অর্থ দন্ড অন্যথায় ৩ মাসের কারাদÐের সাজা প্রদান করেন। পরবর্তীতে জাকির হোসেন জরিমানার ১ লাখ টাকা পরিশোধ করেন।


