রোহিঙ্গা সংকটের সমাধান আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এবং এর কার্যকর সমাধানের জন্য আসন্ন আন্তর্জাতিক সম্মেলন সফল করতে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডিকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির এক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই বৈঠকে, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে বাংলাদেশ একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে বলে জানান প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস বলেন, “আসুন, একযোগে এই সম্মেলন সফল করি এবং সংকটটির সমাধান বের করি। আমি আশাবাদী যে, সম্মেলন থেকে বাস্তবসম্মত ও কার্যকর কিছু সিদ্ধান্ত উঠে আসবে।” তিনি আরও বলেন, “এটি শুধুমাত্র একটি মানবিক সংকট নয়, বরং অনেক বছর ধরে নির্যাতিত মিয়ানমারের সংখ্যালঘুদের জন্য আরও সহায়তা জোগাড়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।”
ড. ইউনূস বলেন, “ভবিষ্যতের জন্য একটি পরিষ্কার পথ তৈরি হওয়া উচিত, যাতে রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিশ্চিত করা যায়।”
ফিলিপ্পো গ্রান্ডি এ সময় তার সমর্থন জানিয়ে বলেন, “এ বছরের শেষের দিকে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনটির জন্য আমি একদম প্রস্তুত, এবং আশাবাদী যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর রোহিঙ্গা সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরবে।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, মহাসচিবের সফরের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য একটি টেকসই উপায় বের হবে।
এ বৈঠকে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন, যিনি গ্রান্ডিকে বাংলাদেশের উদ্যোগ এবং রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের জন্য একটি সক্ষম পরিবেশ সৃষ্টির বিষয়টি অবহিত করেন।


