২০০৭ সালে দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে একাকী গোপনে দাফন করার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৮ বছর ধরে পলাতক আসামি আবুল কাসেমকে (৬৮) গ্রেফতার করেছে র্যাব ।
রোববার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ।আবুল কাশেম (৬৮) নীলফামারী সদর উপজেলার বাড়াইপাড়ার মৃত আলীজানের ছেলে।
ওসিও বলেন বলেন, তিনি দীর্ঘ ১৮ বছর পলাতক ছিলেন। তার অবস্থান নির্ণয় করার পর জানতে পারি তিনি গাজীপুরে অবস্থান করছেন। নীলফামারী সদর থানার একটি দল সেখানে গিয়ে র্যাবের সহযোগিতায় আসামিকে গ্রেফতার করে নিয়ে আসে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহসিন (অতি.) বলেন, ২০০৭ সালে এ মামলা হয়। ২০২১ সালে মামলার রায় ঘোষণা করা হয় মৃত্যুদণ্ড। কিন্তু শুরু থেকেই পলাতক ছিল আসামি। গতকাল ১৮ বছর পর গাজিপুর থেকে গ্রেফতার করা হয়।

