গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভাওয়ালগড় ইউনিয়নের সিংগাতলী এলাকায় অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় মূলহোতা ও তার সহযোগীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১।
রোববার (২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পরিচালক সালমান নূর আলম।গ্রেফতার ব্যক্তিরা হলেন, ঘটনার মূলহোতা নেত্রকোনা জেলার সাইতপুর গ্রামের মো. আবুল বাশার খানের ছেলে মুর্শিদ আলম (২৪) ও তার সহযোগী শ্রীপুর উপজেলার মাধখলা গ্রামের আওলাদ হোসেনের ছেলে মাহাদী হাসান মিতুল (২০)।র্যাব কর্মকর্তা বলেন, গত ২৮ ফেব্রুয়ারি জয়দেবপুর থানাধীন ভাওয়ালগড় ইউনিয়নের সিংগাতলী গ্রামে বেনুর ভিটার ভেতরে অটোরিকশা চালক ভুক্তভোগী রানা ওরফে ইয়াছিনকে (২৬) শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং হত্যাকারীরা ভুক্তভোগীর ব্যাটারিচালিত অটোরিকশা ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় ভিকটিমের বাবা উসমান গনি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে গতকাল র্যাব-১ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানাধীন ভাওয়াল গড় এলাকা থেকে মূলহোতা মুর্শিদকে ও তার সহযোগী মাহাদী হাসান মিতুলকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিদের জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


