ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বিশেষ সূত্রে খবর পেয়ে ফিলিস্তিনের পশ্চিমতীরে অভিযান চালিয়ে অল-জায়েম গ্রাম থেকে ১০ জন ভারতীয় নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছে।
উদ্ধার করা ভারতীয় শ্রমিকদের আপাতত নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে। ভারতের এসব শ্রমিক ইসরায়েলে কাজ করতে এসে ফিলিস্তিনে বন্দি হয়। খবর আনন্দবাজার পত্রিকার ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অবিশ্বাস্য হামলার পর থেকে ইসরায়েলের মাটিতে ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়।
ফলে ইসরায়েলে কাজ করতে আসা হাজার হাজার ফিলিস্তিনি শ্রমিক দেশে ফিরে গেছেন। সেই অভাব পূরণ করতে গত দু’বছর ধরে বহু ভারতীয় শ্রমিক ইসরায়েলে পাড়ি দিয়েছে।
শুধুমাত্র গত বছরেই ইহুদিবাদী দেশটিতে গেছে ১৬ হাজার ভারতীয় শ্রমিক। তাদের কয়েক জনকে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে পশ্চিমতীরের একটি গ্রামে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ উঠেছে।


