ডাকাতের হামলায় আহতরা হলেন- গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের কপালবেরা গ্রামের তরমুজ চাষী মো. শহিদুল ইসলাম(৫৮), ডাকুয়া গ্রামের নুর ইসলাম সরদারের ছেলে মেহেদী হাসান (৩৪) ও ট্রলার চালক সেলিম মাঝি (৫৭)। ওই ট্রলারে তারা মোট ৯জন লোক ছিলেন। তবে তদন্তের স্বার্থে পুলিশ নিহত ডাকাতের নাম পরিচয় প্রকাশ করছেন না।
শনিবার (১৫মার্চ) ভোর ৫টার দিকে তেঁতুলিয়া নদীর ধুলিয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ওসি তদন্ত জানান, গলাচিপা উপজেলার চরকাজল থেকে শহিদুল ইসলাম নামে এক চাষী ১০ হাজার পিস তরমুজ নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তেঁতুলিয়া নদীর বাউফলের তালতলা মোহনা এলাকা থেকে ৭/৮জন সশস্ত্র ডাকাতদল একটি দ্রুতগামীর ট্রলার নিয়ে তরমুজের ট্রলারটিকে ধাওয়া করে। এক পর্যায় ধুলিয়া লঞ্চঘাট এলাকায় গিয়ে তরমুজ বোঝাই ট্রলারের নিয়ন্ত্রণ নেন ডাকাত দল।এসময় ডাকাতরা ট্রলার চালকসহ তিনজন কুপিয়ে আহত করে। তখন তরমুজের ট্রলারে থাকা লোকজন পাল্টা প্রতিরোধ গড়ে তুলে। এসময় একজন ডাকাকতে ঝাপটে ধরে ফেলে ট্রলারের লোকজন। তখন বাকি ডাকাতরা পালিয়ে যায়। পড়ে ধুলিয়া লঞ্চঘাট এলাকায় ওই তরমুজের ট্রলার নোঙর কর হয়। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। ট্রলারে আটকে থাকা ওই ডাকাততে স্থানীয়রা গণপিটুনি দেয়।


