নন্দী টিভি ডেস্ক: দেশেল খ্যাতনামা আবাসন প্রতিষ্ঠান নদী রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স (প্রা:) লিমিটেডে ‘মার্কেটিং অফিসার’ পদে ১০ জন নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে। নির্বাচিত প্রার্থীদের বেতন নির্ধারিত হবে আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রার্থীদের সরাসরি অফিসে এসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল ২০২৫। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে প্রার্থীরা অফিসে এসে আবেদনপত্র জমা দিতে পারবেন। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচিত প্রার্থীদের মোবাইল নম্বরে মৌখিক পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হবে। তাই সঠিক যোগাযোগ নম্বর উল্লেখ করার জন্য আবেদনকারীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
নিয়োগসংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করতে বলা হয়েছে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (জিএম) অমিত কুমার করের সঙ্গে। যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেওয়া হয়েছে ০১৮৫০-৫৫০৮৪৯।
প্রতিষ্ঠানটির অফিস কুমিল্লা শহরের রামরী বাজার এলাকার আমুল্য প্যালেস (গ্রাউন্ড ফ্লোর)-এ অবস্থিত। চাকরিপ্রত্যাশী যেকোনো আগ্রহী প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্রসহ অফিসে উপস্থিত হয়ে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।


