ফরিদপুরের সদরপুর উপজেলার খেজুরতলা গ্রামের তরুণ মারুফ মোল্যা। তিনি প্যারাগ্লাইডার তৈরি করে চমক দেখিয়েছেন। এছাড়া নিজের তৈরি এ প্যারাগ্লাইডার নিয়ে আকাশে উড়েছেন মারুফ। এসব দেখে বিস্ময় প্রকাশ করেছেন খেজুরতলা গ্রামের লোকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন ছিল মারুফের। কক্সবাজার বেড়াতে গিয়ে প্রথম এই ইচ্ছা তার মনে জাগে। এরপর ইউটিউব দেখে প্যারাগ্লাইডার তৈরির চেষ্টা চালিয়ে যান। এটি তৈরি করতে গিয়ে অনেক সমস্যারও সম্মুখীন হন তিনি।
কারণ এটি তৈরির জন্য বিদেশ থেকে প্যারামোটর আনতে অনেক খরচ। এ কারণে নিজস্বভাবে যন্ত্রাংশ সংগ্রহ করে মারুফ নিজেই সেটি তৈরি করেন। ছয় মাস পর প্যারাগ্লাইডার আকাশে ওড়াতে সক্ষম হন তিনি।
এ বিষয়ে মারুফ মোল্লা বলেন, আমি প্রায় ছয় মাসের প্রচেষ্টায় সফল হয়েছি। বিদেশ থেকে প্যারামোটর আনতে প্রায় ৯ থেকে ১০ লাখ টাকা খরচ হয়, কিন্তু আমি মাত্র এক লাখ টাকায় এটি তৈরি করেছি। যদি সরকারের সহযোগিতা পাই, তবে আরও বড় প্যারাগ্লাইডার তৈরি করব এবং তা বাজারজাত করব।
খেজুরতলা গ্রামের লোকজন জানিয়েছেন, ছোটবেলা থেকেই কিছু না কিছু তৈরি করত মারুফ। এরপর হঠাৎ দেখা গেল যে প্যারাগ্লাইডারে আকাশে উড়ছেন তিনি।
এসব দেখে গ্রামের অনেকেই এখন গর্ব প্রকাশ করছেন। এছাড়া মারুফ অনেক পরিশ্রম করে এয়ারকুলার ও ইলেকট্রিক্যাল থেরাপি মেশিন তৈরি করেছেন।


