নন্দী টিভি ডেস্ক: রাজশাহীতে অপহৃত মা-ছেলেকে উদ্ধার, বাদির বাসা থেকে পাওয়া গেল
রাজশাহী থেকে অপহরণের ২ মাস পর মা ও ছেলেকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার (২০ জানুয়ারি) রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রাজশাহী জেলার একটি টিম পঞ্চগড়ের দেবীগঞ্জে অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করে। বাদির নিজ বাসাতেই তাদের সন্ধান মিলেছে বলে সংস্থাটি জানিয়েছে। বুধবার (২২ জানুয়ারি) পিবিআই রাজশাহীর পুলিশ সুপার মনিরুল ইসলাম ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার রাজারহাট পামুলী গ্রামের আছির উদ্দিনের স্ত্রী শিরিনা খাতুন (৩৪) এবং তার শিশুপুত্র সিয়াম ইসলাম (১০)। আছির উদ্দিন নিজেই মামলার বাদি। তার পিতার নাম আব্দুল আলী। আছিরের শ্বশুরবাড়ি রাজশাহীর তানোর উপজেলার কাসেম বাজার এলাকায়।
গত বছরের ২৫ নভেম্বর তানোরের কাসেম বাজার এলাকা থেকে স্ত্রী ও ছেলেকে অপহরণ করা হয় বলে আছির অভিযোগ করেন। একদিন পর ২৭ নভেম্বর রাজশাহীর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৭/৮/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন তিনি।
পিবিআই জানিয়েছে, মামলার পরিপ্রেক্ষিতে পিবিআই রাজশাহী জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মনিরুল ইসলামের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ রায়হানুজ্জামানের নেতৃত্বে পিবিআই রাজশাহীর এস.আই. এস. এম. তারিকুজ্জামান, এসআই নুর আমিন, এসআই মোহাম্মদ ফরিদুর রেজা এবং অন্যান্য সদস্যদের নিয়ে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। সোমবার রাত ১০টার দিকে দেবীগঞ্জ থানার দণ্ডপাল ইউনিয়নের রাজারহাটস্থ মামলার বাদি আছির উদ্দিনের বসতবাড়ির পূর্ব দুয়ারী শয়নকক্ষের ভিতর থেকে মামলার ভিকটিমদের উদ্ধার করা হয়।
সংস্থাটি আরও জানায়, পরবর্তীতে শিরিনা খাতুনকে মেডিকেল পরীক্ষা করা হয়েছে। তারা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ২২ ধারায় জবানবন্দী প্রদান শেষে বিজ্ঞ আদালত ভিকটিমদ্বয়কে মামলার বাদি আছির উদ্দিনের জিম্মায় দিয়েছেন। এটি ফেইক মামলা বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের ফরিদুর রেজা বলেন, অভিযান চালিয়ে বাদির বাসাতেই তাদের পাওয়া গেছে। বর্তমানে মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
রবিবার, অক্টোবর ২৬
Trending
- চীনের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনা
- হটস্পট রাখাইনে ফ্রোজেন কনফ্লিক্ট : ঝুঁকির কারণ ও বাস্তবতা
- উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা
- ফিরোজার উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া
- ‘ফিরোজা’ ঘিরে কড়া নিরাপত্তা, আছেন সেনাসদস্যরাও
- অনেক মিডিয়া সাংবাদিকদের ঠিকমতো বেতন দেয় না : গয়েশ্বর
- ব্রাহ্মণবাড়িয়ায় টাকা ভাংতি নিয়ে বিরোধ, একজনকে কুপিয়ে হত্যা
- দেশে ফিরবেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স


