নন্দী টিভি ডেস্ক: সাদ ও জোবায়েরপন্থিরা ভিন্ন সময়ে ইজতেমা করতে সমঝোতায় আসায় এবারের ইজতেমায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
তিনি বলেন, বর্তমানে অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। সম্প্রতি যেসব সংঘর্ষ হয়েছে, তার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নিয়ন্ত্রণ কক্ষের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, আয়োজকদের ১০ হাজার স্বেচ্ছাসেবী পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করবেন। তাদের জন্য বিশেষ পরিচয়পত্র ইস্যু করা হয়েছে।
এবারের ইজতেমায় নজরদারি আরও জোরদার করা হয়েছে জানিয়ে জিএমপির কমিশনার ড. নাজমুল করীম খান বলেন, নিরাপত্তার স্বার্থে ১৬টি ওয়াচ টাওয়ার, ২০টি মোবাইল টিম ও ২০টি চেকপোস্ট থাকবে। পুরো ইজতেমা মাঠ সিসিটিভির আওতায় আনা হয়েছে। পাশাপাশি ড্রোন ও হেলিকপ্টার টহলের ব্যবস্থা করা হয়েছে।
ইজতেমাকে কেন্দ্র করে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি, ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী মাহফুজ হান্নানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ৩১শে জানুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে তাবলিগ জামাতের ৫৮তম বার্ষিক সমাবেশ বিশ্ব ইজতেমা। সাদপন্থি ও যুবায়েরপন্থিদের বিবদমান দ্বন্দ্বের কারণে এবারের বিশ্ব ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম দুই পর্বে ইজতেমা করবেন যুবায়েরপন্থিরা। তারা ৩১শে জানুয়ারি শুক্রবার থেকে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব ও ৩রা ফেব্রুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে যুবায়েরপন্থিদের দুই পর্বের ইজতেমা শেষ হবে। সাদপন্থিদের এক পর্বের ইজতেমা ১৪ই ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ২০২৫ সালের তিন পর্বের বিশ্ব ইজতেমা সমাপ্তি ঘটবে বলে আশা প্রকাশ করছেন প্রশাসন।


