নন্দী টিভি ডেস্ক: নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের ইসলাম ভিত্তিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারই অংশ হিসেবে দলটি
কিশোরগঞ্জের উবাই পার্কে শনিবার জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ ও নেত্রকোনার কর্মপরিষদ সদস্যদের বার্ষিক পরিকল্পনা ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনের প্রার্থী ঘোষণা করেন। সম্ভাব্য প্রার্থীরা হলেন: কিশোরগঞ্জ-১ আসনে মোসাদ্দেক আলী ভূঁইয়া, কিশোরগঞ্জ-২ আসনে শফিকুল ইসলাম মোড়ল, কিশোরগঞ্জ-৪ আসনে রোকন রেজা শেখ, কিশোরগঞ্জ-৫ আসনে অধ্যাপক মো. রমজান আলী এবং কিশোরগঞ্জ-৬ আসনে মাওলানা কবির হোসেন। কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থীর নাম পরে জানানো হবে। তিনি আরও জানান, জামায়াতে ইসলামীর সঙ্গে অন্য কোনো দল জোটবদ্ধ হলে প্রয়োজন অনুযায়ী আসনভিত্তিক প্রার্থী প্রত্যাহার করা হতে পারে।


