অনুমতি না নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশের দায়ে বিদেশি একটি অয়েল ট্যাঙ্কারকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বন্দর কর্তৃপক্ষ। এমটি ডলফিন-১৯ নামে পানামার পতাকাবাহী জাহাজটি জ্বালানি তেল বহন করছিল।
বুধবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সোমবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দরের হারবার মাস্টার বিদেশি জাহাজটির নিয়োগ দেওয়া বাংলাদেশি প্রতিনিধি মেসার্স এইচএসআর ওশেন ট্রেডারকে জরিমানা পরিশোধের নোটিশ দিয়েছেন।
বন্দর সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী কোনো জাহাজ বন্দরের জলসীমায় প্রবেশের আগে অনুমতি নিতে হয়। তারপর জাহাজটিকে ঢোকার অনুমতি দেওয়া হয়। কিন্তু সোমবার মধ্যরাতে এমটি ডলফিন-১৯ নামে পানামার পতাকাবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় ঢুকে পড়ে। পরবর্তীতে জাহাজটিকে জরিমানার আওতায় আনা হয়।
সোমবারের ঘটনায় জাহাজটি বন্দর কর্তৃপক্ষের কাছে জরিমানা পরিশোধ করেছে। এর পরই বন্দরের ছাড়পত্র নিয়ে মঙ্গলবার রাতে মোংলার উদ্দেশে রওনা হয়। জাহাজটিতে ১১ হাজার ৬০০ টন মোলাসেস আমদানি করে মোংলার পি অ্যান্ড পি ট্রেডিং। জাহাজটির দৈর্ঘ্য ১৪৫ দশমিক ৫০ মিটার ও প্রস্থ ২৩ মিটার।
সংশ্লিষ্টরা জানান, কোনো জাহাজ বন্দর সীমানায় প্রবেশের অন্তত পাঁচ কর্দিমদিবস আগে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে ঘোষণা ও অঙ্গীকারনামা দেওয়ার বাধ্যবাধকতা আছে। এমটি ডলফিন-১৯ সেই আইন অমান্য করে অবৈধভাবে বন্দরের জলসীমায় প্রবেশ করায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে একটি জাহাজকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাহাজটি কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই বন্দরের জলসীমায় ঢুকে পড়েছিল।


