চলচ্চিত্রাঙ্গনে ‘কাস্টিং কাউচ’ নতুন কিছু নয়। অনেক আগে থেকেই পর্দার আড়ালে এমনটা চলছে। উঠতি অভিনয়শিল্পী বিশেষ করে অভিনেত্রীদের সঙ্গে বেশি ঘটছে। বহু নায়িকা লালসার শিকার হয়েছেন প্রযোজক-পরিচালকদের।অভিনেত্রী কীর্তি কুলহারিও আছেন তালিকায়। সম্প্রতি কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। সিনেমায় সুযোগের বিনিময়ে প্রযোজকের কু প্রস্তাবে রাজি হতে হবে বলে শর্ত পেয়েছিলেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কীর্তি নিজেও এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন। তখন পেশাজীবনের একেবারে শুরুর দিক। একটি দক্ষিণী ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। ছবি নিয়ে প্রযোজকের সঙ্গে কথা বলছেন। নানা কথার ফাঁকে আচমকাই প্রযোজক তাঁকে কুপ্রস্তাব দেন। ইঙ্গিতে বোঝান, ছবির বিনিময়ে প্রযোজকের প্রস্তাবে রাজি হতে হবে। সঙ্গে সঙ্গে অভিনেত্রী পাল্টা প্রশ্ন করেন, “একেই কি ‘কাস্টিং কাউচ’ বলে? আমি কি ‘কাস্টিং কাউচ’-এর শিকার?” প্রযোজক বিষয়টি স্বীকারও করে নিয়েছেন সে সময়।তবে এতে মানসিকভাবে ভেঙে পড়েননি কীর্তি। অবাক হননি ভয়ও পাননি। উল্টো ভেতরে ভেতরে হেসেছিলেন। কেননা ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার শুরু থেকেই ‘কাস্টিং কাউচ’ শব্দটির সঙ্গে পরিচিত্য তিনি। তার কথায়, “‘কাস্টিং কাউচ’-এ ভয় নেই, ওটা তো আমাদের ইন্ডাস্ট্রিতে জলভাত!”
সোমবার, অক্টোবর ২০
Trending
- চীনের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনা
- হটস্পট রাখাইনে ফ্রোজেন কনফ্লিক্ট : ঝুঁকির কারণ ও বাস্তবতা
- উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা
- ফিরোজার উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া
- ‘ফিরোজা’ ঘিরে কড়া নিরাপত্তা, আছেন সেনাসদস্যরাও
- অনেক মিডিয়া সাংবাদিকদের ঠিকমতো বেতন দেয় না : গয়েশ্বর
- ব্রাহ্মণবাড়িয়ায় টাকা ভাংতি নিয়ে বিরোধ, একজনকে কুপিয়ে হত্যা
- দেশে ফিরবেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স


