জামালপুরের ইসলামপুরে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি ইমরান চৌধুরী আকাশ (২৪)।
তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তিনি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলারও এজাহারভুক্ত আসামি।গতকাল শনিবার দিবাগত গভীর রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ ইসলামপুর উপজেলা ছাত্রলীগের ১ নম্বর সদস্য পদেও দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ইসলামপুর সদর ইউনিয়নের গংগাপাড়া গ্রামের শাহে নেওয়াজ চৌধুরীর ছেলে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, গ্রেফতার ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ আবু সাঈদ হত্যার এজাহারভুক্ত ৫৮ নম্বর আসামি। তাকে গত ১৪ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় ৩২ নেতা-কর্মীর নাম উল্লেখে সন্ত্রাসবিরোধী আইনে ইসলামপুর থানায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

